দিঘায় সাজল জগন্নাথের মাসির বাড়ি, ভক্তদের জন্য কী কী আয়োজন?

Digha Rathyatra: পুরী শুধু নয়—এবার রথের রশিতে টান পড়বে দিঘাতেও। ২৭ জুন দিঘার জগন্নাথ মন্দির থেকে রথে চড়ে দেবতার মাসির বাড়ি পৌঁছনোর পরিকল্পনা আগেই চূড়ান্ত হয়েছে। তার আগেই প্রস্তুতি তুঙ্গে খাদাল গোবরা এলাকায় অবস্থিত জগন্নাথের মাসির বাড়িতে। বিশেষত রাজ্য সরকারের সহযোগিতায় এবং হিডকোর তত্ত্বাবধানে সজ্জিত হচ্ছে মন্দির চত্বর ও সংযোগ রাস্তা, যা পর্যটকদের কাছে দিঘার আরও এক আকর্ষণ হতে চলেছে।
Comments
Post a Comment