

দীঘা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত একটি জনপ্রিয় সমুদ্রতট পর্যটন কেন্দ্র। শুধুমাত্র সমুদ্রস্নান ও ছুটির দিনের অবকাশ যাপন নয়, ধর্মীয় ভক্তদের কাছেও এটি একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে জগন্নাথ মন্দির-এর জন্য। এই মন্দিরটি ধর্ম, সংস্কৃতি ও আধুনিক পর্যটনের এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছে।
মন্দিরের স্থাপত্য ও নির্মাণশৈলী:
দীঘা জগন্নাথ মন্দিরটি নির্মিত হয়েছে ওড়িশার বিখ্যাত পুরী জগন্নাথ মন্দির-এর আদলে। এর স্থাপত্যে ওড়িশার ঐতিহ্যবাহী ক্যালিঙ্গ স্থাপত্য ধারা প্রতিফলিত হয়েছে। মন্দিরের প্রধান গম্বুজ, বিশাল দরজা, খোদাই করা পাথরের কাজ, এবং মন্দির চূড়ায় পতপত করে ওড়া ধ্বজপতাকা https://newsosis.com/?p=2649
Comments
Post a Comment