বজ্রপাতে ফালা ফালা হবে আকাশ, কিছু্ক্ষণের মধ্যেই নামবে ভয়াবহ ঝড়বৃষ্টি! আজকের আবহাওয়ার খবর
Bengal Monsoon: এক সপ্তাহ বিলম্বের পর অবশেষে শহরে বর্ষা এসেছে। ইতিমধ্যেই ভ্রূকুটি নাচিয়ে চলছে দুর্যোগ। দিনরাত অবিরাম বৃষ্টিতে ভিজে চলেছে শহর থেকে রাজ্য। বাইরে বেরোলেই ছাতা নিতে ভুললে চলবে না একেবারেই। আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আগামী কয়েকদিন এভাবেই বৃষ্টির কবলে কাটবে দিন। জানা যাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়াবে এই নিম্নচাপ, এমনটাই মিলেছে পূর্বাভাস। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সমুদ্র থাকবে উত্তাল। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? https://newsosis.com/bengal-monsoon-heavy-rain-thunderstorm-alert-d/
Comments
Post a Comment